তড়কা (Anthrax)

তড়কা (Anthrax) রোগের কিছু লক্ষণসমূহ:

রোগটি ২টি রূপে পাওয়া যায় । ১.অতি তীব্র ও ২.তীব্র প্রকৃতির লক্ষণ ।
২ ধরনের লক্ষণ নিম্নে দেওয়া হলো:

১। অতি তীব্র প্রকৃতি (Peracute stage):
• কোনো উপসর্গ প্রকাশের পুর্বেই পশু মারা যায় ।
• মাঝে মাঝে ১-২ ঘন্টা স্থায়ী হয় ।
• ( ১০৩০-১০৭০ফা: ), পেশীর কম্পন, শ্বাসকষ্ট, মিউকোসায় রক্ত সঞ্চায়ন
• খিচুনিজনিত মৃত‌্যু
• মৃতপশুর স্বাভাবিক ছিদ্র ( মুখ, নাসারন্ধ্র, মলদ্বার ) দিয়ে কালচে রক্ত বের হয় ।

২। তীব্র প্রকৃতি ( Acute stage )
• তীব্র প্রকৃতির লক্ষণে পশু ৪৮ ঘন্টা পর্যন্ত জীবীত থাকে ।
• জ্বর ( ১০৪০-১০৭০ফা: ), ক্ষুদামন্দা, নিস্তেজতা ।
• অগভীর ও দ্রুত শ্বাস-প্রশ্বাস, হৃৎপিন্ডের গতি বৃদ্ধি
• দাঁত কট্ কট্ করে
• শরীরের লোম খাড়া হয়ে যায়
• পেট ফাঁপা, কাপুনি ও চোখের রক্তাভ পর্দা
• আক্রান্ত প্রাণি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে এবং প্রাণিকে কিছুটা উত্তেজিত দেখায়
• রক্তমিশ্রীত পাতলা মলত‌্যাগ
• গর্ভবতী মায়ের গর্ভপাতের সাথে সাথে নাক, মুখ, প্রস্রাব ও মলদ্বার দিয়ে রক্তক্ষরণ হয়
• দুদ্ধবতী গাভী দুধ কমিয়ে দেয়, দুধ হলুদ ও রক্তমিশ্রীত দেখা যায় । ডায়রিয়া ও ডিসেন্ট্রি দেখা যায়
• আক্রান্ত পশু ১ দিনের অধিক জীবিত থাকলে জিহ্বা, গলা, বুক, নাভি, যোনিদ্বারে এডিমার কারণে স্ফীত দেখায়
• গরুতে ত্বকীয় অ‌্যানথ্রাক্স হবারও তথ‌্য রয়েছে
• প্রাণি নিস্তেজ হয়ে শুয়ে পড়ে
• খিঁচুনী দিয়ে অবশেষে প্রাণি মারা যায়
♦ অতি তীব্র ও তীব্র উভয় ক্ষেত্রে অনেক সময় প্রাণির মৃত‌্যুর পর নাক, মুখ, মলদ্বার ও প্রস্রাবের দ্বার দিয়ে আলকাতরার ন‌্যায় জমাট বিহীন রক্ত বের হতে দেখা যায় ।


রোগ নির্ণয় :

১। হঠাৎ গবাদি প্রাণি অসুস্থ ও দ্রুত মারা যাওয়ার ইতিহাস ।
২। বৈশিষ্ট‌্যপূর্ণ ক্লিনিক‌্যাল লক্ষণসমূহ যেমন- খুব তাপমাত্রা, স্বাভাবিক ছিদ্র পথ দিয়ে জমাট বিহীন মরা রক্ত বের হওয়া ।
৩। মারা যাওয়ার পর পেট ফেঁটে যাওয়া ।
৪। Postmortem এ Spleenomegaly পাওয়া যাবে ।


চিকিৎসা

Rx

ইঞ্জেকশন প্রোনাপেন- ভেট- ৪০ ( Renata ) বা ইঞ্জেকশন কোম্বিনপেন ভেট ৪০ লাখ ( ACME )/ ইঞ্জেকশন পেনবেসিলিন ( Penbacillin-40 lac, ACI )/ ইঞ্জেকশন বাইপেনভেট ৪০ লাখ ( Bipen Vet- 40 lac, Square )

নিয়ম: বড় প্রাণির জন‌্য একসঙ্গে ২ ভায়াল অর্থ‌্যাৎ ৮০ লাখ ২০ মি.লি. প্ররিশ্রুত পানিতে মিশিয়ে মাংসপেশীতে দিতে হবে । ১২ ঘন্টা পর পুনরায় ইঞ্জেকশন দিলে সুফল পাওয়া যায় । যদি সম্ভব না হয় তবে, ২৪ ঘন্টায় ১ বার করে মোট ৩-৫ দিন ইঞ্জেকশন দিতে হবে ।

অথবা,
ইঞ্জেকশন স্ট্রেপটোপেন ২.৫ গ্রাম ( Renata ) / Inj. SP. Vet 2.5 gm ( ACME )/ ইঞ্জেকশন স্টেপসিন জি ২.৫ গ্রাম ( Inj. Strepcin- G 2.5 gm, Opsonin )/ ইঞ্জেকশন পেনস্টেপ ( Inj. Penstrop 2.5 gm, Ethical )/ ইঞ্জেকশন স্টেপটোসিলিন ( Inj. Streptocillin 2.5gm, Techno )

নিয়ম: ১৫০-২০০ কেজি প্রাণির জন‌্য উপরের যে কোন একটি ইঞ্জেকশন একবারে শিরায়/মাংসে পর পর ৪-৫ দিন দিতে হবে ।