
বার্ড-ফ্লু
লক্ষণ
১. মুরগির খামারে আকষ্কিম মৃত্যুহার বৃদ্ধি।
২. ক্ষুদামন্দা।
৩. শ্বাসকষ্ট।
৪. বিশেষ করে ডিমের উৎপাদন হ্রাস।
৫. স্ফীত মাথা, নীলাভ ঝুঁটি, পায়ের ত্বকের নিচে রক্তক্ষরণ ইত্যাদি এভিয়ান ইনফ্লুয়েঞ্জার প্রধান লক্ষণ।
• মৃত্যুর হার শতকরা ১০০ ভাগ পর্যন্ত হতে পারে।
চিকিৎসা
Rx
1. FRAC12 or Eracot/ Azince vet2. Glucolyte/ Renalyte/ Oralyte
3. Pow. Renavit-c 100gm