বর্ডার ডিজিজ (Border Disease)

কারণ:

বর্ডার ডিজিজ ভাইরাসজনিত কনজেনিটাল রোগ । এ রোগকে হেয়ারী সেকার ল‌্যাম্ব রোগও বলা হয় ।


লক্ষণ:

● আক্রান্ত ভেড়ীর কম ওজনের বাচ্চা প্রসব করে ।
● বাচ্চার দৈহিক বৃদ্ধি কম ।
● বিকৃত অঙ্গ, মাতৃগর্ভে মৃত‌্যু ।
● বাচ্চার পা খাটো, পিঠ ছোট এবং বাকা পিঠে ও ঘাড়ে অস্বাভাবিক লম্বা পশম থাকে ।
● শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায় ।
● পাতলা পায়খানা দেখা দেয় ।
● এ রোগের কারণে ০-৫ মাস বয়সী ৫০% বাচ্চা বাড়ন্ত ভেড়া মারা যায় । অনেক ক্ষেত্রে বয়স্ক ভেড়াও মারা যায় ।


চিকিৎসা:

Rx

● ভাইরাসজনিত রোগ হওয়ায় এর সুনির্দিষ্ট কোন চিকিৎসা নেই ।
● প্রথমেই আক্রান্ত ভেড়াকে অন‌্য স্থানে রাখতে হবে ।