টক্সিন (বটুলিজম)

কারণ:

ক্রোস্টেডিয়াম বটুলিয়াম নামক রোগ অনুজীবের টক্সিন টাইপ সি এ রোগের কারণ ।


রোগ ছড়ানোর মাধ‌্যম:

● এ রোগের টক্সিন দ্বারা কলুষিত খাদ্য ও পানি ।
● মৃতদেহে জন্মানো পোকা বা পোকার শুককি খেলে।
● কাঁদাযুক্ত পানিতে হাঁস ছাড়া হলে এ রোগ হওয়ার সম্ভবনা বেশি থাকে ।


লক্ষণ:

● এ রোগে আক্রান্ত হলে হাঁস দুর্বল হয়ে যায় এবং ঝিঁমাতে থাকে ।
● হাঁটতে পারে না, হাঁটতে গেলে কেপে কেপে পড়ে যায় ।
● এ রোগে আক্রান্ত হলে হাঁসের পাখা, গলা এবং পা অবশ হয়ে যায় ।
● অনেক সময় হাঁস এ রোগে আক্রান্ত হয়ে লক্ষণ প্রকাশ করার আগেই ঝাঁকের অনেক হাঁস মারা যেতে পারে ।


রোগ নির্ণয়:

রোগের ইতিহাস ও লক্ষণ দেখে এ রোগ নির্ণয় করা যায় ।
ময়না তদন্তের মাধ‌্যমে এ রোগ নির্ণয় করা যায় । এছাড়াও রোগের লক্ষণ দেখে গবেষণগারে এ রোগ নির্ণয় করা যায় ।


প্রতিরোধ:

● রোগের লক্ষণ দেখে দ্রুত প্রাণি চিকিৎসকের পরামর্শ নিতে হবে ।
● এ রোগে আক্রান্ত হাঁসকে দ্রুত অন‌্য স্থানে রাখতে হবে ।
● হাঁসের খামার সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে ।
● বিশুদ্ধ খাবার পানি পান করাতে হবে ।
● হাঁসকে কাঁদা বা ময়লাযুক্ত পানিতে সাঁতার কাটা থেকে বিরত রাখতে হবে ।
● এ রোগে আক্রান্ত মৃত মাটিতে পুতে রাখতে হবে ।