
মুরগির রক্ত আমাশায় (Coccidiosis in Chicken)
লক্ষণ
♦ককসিডিওসিস রোগে মুরগি রক্ত ও আমমিশ্রিত পায়খানা করে।♦হঠাৎ খাদ্য ও পানি গ্রহণ থেকে বিরত হওয়া।
♦ক থেকে আলাদা হয়ে বসে থাকা।
♦পাতলা পায়খানা করা।
♦রক্ত এবং আমমিশ্রিত পায়খানা করা।
♦পালক নিচের দিকে ঝুলে পড়া।
♦ডিমপাড়া মুরগির ডিমের সংখ্যা কমে যাওয়া