
কলিব্যাসিলোসিস (Colibacillosis)
কারণ:
ইসকোরিশিয়া কলাই ( Eschorecia coli ) নামক ব্যাকটেরিয়ার বিভিন্ন প্যাথজেনিক ষ্ট্রেন বা সিরোটাইপ পাখির এ রোগের কারণ ।
লক্ষণ:
● হাঁসের শ্বাস কষ্ট হয় ।
● নাক ও মুখ দিয়ে শ্লেষ্মা ও লালা ঝরে ।
● শীতকালে মৃত্যুর হার বেশি হয় ।
● কোন কোন সময় পাতলা পায়খানা হয় ।
রোগ নির্ণয়:
বৈশিষ্ট্যপূর্ণ রোগের লক্ষণ ও Blood serum test করে এ রোগ নির্ণয় করা যায় ।
চিকিৎসা:
নিচের উল্লেখিত যে কোন একটি ঔষুধ প্রয়োগ করে চিকিৎসা দেওয়া যেতে পারে । ঔষুধ প্রয়োগের
পূর্বে অবশ্যই অভিজ্ঞ পোল্ট্রি বিশেষজ্ঞ বা প্রাণি চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যক ।
Rx
ঔষুধের নাম | প্রয়োগমাত্রা | ঔষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নাম |
---|---|---|
পাউডার. সিপ্রো-এ ভেট | প্রতি লিটার খাবার পানিতে ১ মি. লি. মিশিয়ে ৩-৫ দিন খাওয়াতে হবে । | একমি |
ফুরালটেডন | প্রতি লিটার খাবার পানিতে ০.৫ গ্রাম মিশিয়ে ৩-৫ দিন খাওয়াতে হবে । | আরিফ বাংলাদেশ লিমিটেড |
সুপারমেড টি-এস | প্রতি ৫ লিটার খাবার পানিতে ১ গ্রাম মিশিয়ে ৩-৫ দিন খাওয়াতে হবে । | আরিফ বাংলাদেশ লিমিটেড |
ফুরাসল® পাউডার | ৭০ মি. গ্রা. প্রতি কেজি দৈহিক ওজনের জন্য অথবা ১০০ গ্রাম/ ২৫০ লিটার পানি । | এসকেএফ ফার্মা |
ফ্লুমেকুইন ১০% | প্রতি লিটার খাবার পানিতে ০.৫ গ্রাম মিশিয়ে ৩-৫ দিন খাওয়াতে হবে । | ব্রেমার |
সিপ্রো-ভেট | প্রতি লিটার খাবার পানিতে ০.৫ গ্রাম মিশিয়ে ৩-৫ দিন খাওয়াতে হবে । | গ্লোব ফার্মাসিউটিক্যালস |
ডক্সাসিন-ভেট | ১ গ্রাম/ ১-২ লিটার পানিতে ৩-৫ দিন । | স্কয়ার ফার্মাসিউটিক্যালস |
সিপ্রোসল-১০ | ১ মি. লি. সিপ্রোসল, ১-২ লিটার বিশুদ্ধ খাবার পানিকে মিশিয়ে পর পর ৩-৫ দিন খাওয়াতে হবে । | টেকনো ফার্মা |
Flumetin-Vet Powder/ ফ্লমেকটিন-ভেট পাউডার ১০০ গ্রাম প্যাকেট | ১ গ্রাম/ ১ লিটার পানিতে মিশিয়ে ৩-৪ দিন সেব্য । | Square |
Cidaflox/ সিডাফ্লক্স ১০০, ৫০০ মি. লি. এবং ১ লিটার বোতল | ১ মি. লি. / ১-২ লিটার খাবার পানিতে মিশিয়ে ৩-৫ দিন খাওয়াতে হবে । | Opsonin |
Orciflox-10% / অরসিফ্লক্স ১০০ মি. লি. | ১ মি. লি. / ২ লিটার পানিতে মিশিয়ে ৩-৫ দিন সেব্য । | Chemist |
প্রতিরোধ:
● আক্রান্ত হাঁসকে আলাদা স্থানে রাখতে হবে ।
● ডিম পাড়া হাঁসের মল যাতে ডিমে না লাগে সেজন্য তাড়াতাড়ি ডিম সংগ্রহ করতে হবে ।
● ইনকিউবেটারে যেন ডিম না ভাঙ্গে সে বিষয়ে খেয়াল রাখতে হবে ।
● প্রতিরোধ মাত্রায় যে কোন একটি এন্টিবায়োটিক ঔষুধ খাওয়ানো যায় ।