একথাইমা/ঠোঁটের ক্ষত রোগ (Ecthyma)

কন্টাজিয়াস একথাইমা হচ্ছে ছাগলের একটি ভাইরাসজনিত সংক্রামক রোগ ।


লক্ষণ:

আক্রান্ত ছাগলের নাক ও মুখের চারদিকে ফুসকুড়ি হয় ।
● ঠোঁট ও মাড়িতে ক্ষতের সৃষ্টি হয় ।
● ক্ষতের উপর মরা চামড়ার আবরণ থাকে যা সরিয়ে দিলে লাল ক্ষত দেখা যায় ।
● ক্ষতের জন‌্য ঠোঁট ফুলে যায় ।
● অনেক সময় চোখ, ওলান, মলদ্বার ও পায়ের ক্ষুরের উপরের চামড়ায় ফুসকুড়ি ছড়িয়ে পড়ে ।
● ফোস্কা ফেটে তরল আঠালো পদার্থ ঝরতে থাকে এবং প্রদাহ হয় ।
● অনেক সময় এই ক্ষত অন‌্যান‌্য ব‌্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হয়ে রোগ জটিল আকার ধারণ করে ।


চিকিৎসা:

● একথাইমা একটি ভাইরাসজনিত রোগ হওয়ায় এর সুনির্দিষ্ট কোন চিকিৎসা নেই ।
● দ্বিতীয় পর্যায়ে ব‌্যাকটেরিয়ার সংক্রমন রোধ করার জন‌্য এন্টিবায়োটিক ইঞ্জেকশন দিলে ভালো ফল পাওয়া যায় ।
● আক্রান্ত ক্ষত স্থানে ফিটকিরি দিয়ে ধুয়ে ফেলতে হবে ।
● আক্রান্ত স্থানে মিথাইল ব্লু বা ক্রিষ্টাল ভায়োলেট একসঙ্গে মিশিয়ে দিনে ২-৩ বার প্রয়োগ করতে হবে ।


রোগ প্রতিরোধ:

● প্রথমেই অসুস্থ ছাগলকে অন‌্য স্থানে রাখতে হবে ।
● একথাইমা রোগ প্রতিরোধের জন‌্য ছাগল ছানার ১-২ দিন বয়সে ১ম ডোজ, ১০-১৪ দিন বয়সে ২য় ডোজ এবং ৩ মাস পর ৩য় ডোজ টিকা দিতে হবে ।