
এন্টারোটক্সিমিয়া (Enterotoxemia)
ক্লোস্ট্রিডিয়াম প্রজাতির ব্যাকটেরিয়া সৃষ্ট টক্সিন দ্বারা এন্টারোটক্সিমিয়া রোগ দেখা দেয় । পচা ও দুর্গন্ধযুক্ত খাদ্যবস্তু এ রোগ সৃষ্টিতে ভূমিকা রাখে ।
লক্ষণ:
এ রোগে আক্রান্ত ছাগল শরীরের ভার বহন করতে পারে না ।
চারণভূমিতে হাটতে হাটতে কাঁপতে থাকে ।
● খিঁচুনি দেখা যায় ।
● মুখ দিয়ে লালা ঝরে ।
● পেট ফুলে উঠে ।
● ডায়রিয়া হয় ।
● তীব্র প্রকৃতির রোগে হঠাৎ কাপুনি দিয়ে মারা যায় ।
চিকিৎসা:
এটি একটি ব্যাকটেরিয়াজনিত রোগ । এ রোগের বিশেষ কোন চিকিৎসা নেই। এন্টেরোটক্সিমিয়া রোগে আক্রান্ত হলে ছাগলটি কয়েক মিনিটের মধ্যেই মৃত্যুবরণ করে। তবে, এন্ট্রফিন সালফেট ইঞ্জেকশন ও স্যালাইন প্রদান করলে ছাগলকে বাঁচিয়ে তোলা সম্ভব ।
রোগ প্রতিরোধ:
● এন্টারোটক্সিমিয়া রোগের লক্ষণ দেখার সঙ্গে সঙ্গে চিকিৎসার ব্যবস্থা করতে হবে ।
● এ রোগ থেকে ছাগলকে বাঁচানো জন্য সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে ।
● বিশুদ্ধ খাবার ও পানি প্রদান করতে হবে ।