ক্ষুরা রোগ/এফ.এম.ডি
(Foot and Mouth Disease/F.M.D)

কারণ:

ফুট এন্ড মাউথ ডিজিজ (Foot and Mouth Disease)/ Aphtho ভাইরাস দ্বারা এ রোগ হয়। এ রোগে ৭টি ভাইরাস স্ট্রেন দ্বারা সংক্রমিত হয়। স্ট্রেনগুলো হলো- A, O, Asia-1, Sat-1, Sat-2 এবং Sat-3 ।

ছড়নোর উপায়:

এটি সবচেয়ে বেশি ছোঁয়াচে রোগ যা বাতাসের মাধ‌্যমে ১০০শ মাইল পর্যন্ত ছড়াইতে পারে। এটি খাদ‌্য, পানি, সংস্পর্শে, পরিধানের কাপড়, গরু পরিচর্যাকারীর মাধ‌্যমে এ রোগ সহজেই ছড়াতে পারে। এ রোগ ৭টি ভাইরাস স্ট্রেন দ্বারা সংক্রমিত হয় এবং প্রায় সারা বছর দেখা যায়।


লক্ষণসমূহ

♦ শরীরে অত‌্যাধিক তাপমাত্রা বেড়ে যায়(১০৫০-১০৬০F) ।
♦ প্রথমে প্রাণির জিহ্বা, পায়ের ক্ষুরের ফাঁকে আগুনে পোড়া ফোস্কার মত ফোস্কা পড়ে।
♦ পরে ফোস্কা ফেটে সেখানে ক্ষত হয় ।
♦ প্রাণির মুখে লালা ঝরে পড়ে তা পরে সাদা ফেনার মত দেখায় ।
♦ পায়ের ফোস্কা ফেটে গিয়ে ক্ষত হয়, ফলে প্রাণি কিছুক্ষণ পরপর পা ঝাড়ে
♦ প্রাণি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে
♦ প্রাণির পায়ের ক্ষতে প্রচন্ড ব‌্যথায় উঠে দাঁড়াতে খুব কষ্ট হয় এমনকি প্রাণি শুয়ে পড়ে
♦ মুখের ক্ষতের জন‌্য প্রাণি কিছুই খেতে পারে না
♦ অনেক সময় ফোস্কা মুখসহ নাকের ভিতর ও গাভীর ওলানে দেখা যায়
♦ প্রাণির দুধের উৎপাদন কমে যায়
♦ প্রাণির পায়ের ক্ষুরের ক্ষতে মাছি ডিম দিলে পোকা পড়ে, ফলে অনেক সময় পায়ের ক্ষুর দিয়ে রক্ত ঝরে এবং অনেক সময় প্রাণির ক্ষুর খুলে গিয়ে প্রাণি স্থায়ীভাবে খোড়া হয়ে যায় ।
♦ বয়স্ক প্রাণি কিছুদিন অর্থাৎ ১০-১৫ দিনের মধ‌্যে সেরে উঠে কিন্তু তার স্বাস্থ‌্য একেবারে ভেঙ্গে যায় এবং পরবর্তীতে তার দুধ উৎপাদন ও প্রজনন ক্ষমতা একেবারে হারিয়ে ফেলে ।
♦ গাভী বাচ্চা দেওয়ার কিছু দিনের মধ‌্যে উক্ত গাভী এ রোগ হলে তার বাছুর এ রোগে আক্রান্ত হয়ে মারা যায় ।
♦ রোগের জটিলতা হিসেবে বিশেষ করে ফ্রিজিয়ান জাতের গরুর পশম বড় হয়ে যায় ও গরু গরম সহ‌্য করতে পারে না এবং ঘন ঘন নিঃশ্বাস নেয় ।
♦ এছাড়া রোগের জটিলতা হয় অনেক গরু ও মহিষ পরবর্তীতে পায়ের ক্ষুরে ব‌্যথা থাকে এবং গরু বা মহিষ দ্বারা শক্ত কোন কাজ করানো যায় না ।


রোগ নির্ণয়:

1. প্রাণির পায়ে ও মুখে ঘা হওয়ার লক্ষণ দেখে এ রোগ নির্ণয় করা হয় ।
2. আক্রান্ত স্থানের Swab নিয়ে ল‌্যাবরেটরীতে পরীক্ষা করে এফ. এম. ডি রোগসহ কোন Strain দ্বারা এ রোগ হয়েছে তা নিশ্চিত করা যায় ।


চিকিৎসা:

ভাইরাসজনিত রোগ হওয়ায় কোন সুনির্দিষ্ট চিকিৎসা নেই । তবে নিম্নবর্ণিত চিকিৎসা ও পরিচর্যা করালে প্রাণি দ্রুত আরোগ‌্য লাভ করে ।

Rx

সালফোনামাইড গ্রুপের ঔষধ যেমন- (১) ইঞ্জেকশন ডায়াডিন ৩০ মি.লি., ১০০ মি.লি. (Inj. Diadin 30ml, 100ml, 100ml, RenataR )/Inj. Demi vet 30ml, 100ml (Square)/ ইঞ্জেকশন সেলিডন ২৫মি.লি. (Inj. Salidon 25ml, ACI) বা ইঞ্জেকশন ডিমিডিন ৩০, ১০০মিলি. (Inj. Semidin 30, 100ml, Techno) বা ইঞ্জেকশন সালফাজল ৩০মি.লি. (Inj. Sulfazol 30ml, ACME) বা Inj. Fadimin 30ml (SK+F)

নিয়ম: উপরের যে কোন একটি ইঞ্জেকশন প্রতি ২০০- ২৫০ কেজি ওজনের প্রাণির জন‌্য ১ দিন ৬০- ৭০ মি.লি. শিয়াম/মাংসে দিতে হবে । পরের ৩- ৪ দিন মোট ঔষধের অর্ধেক পরিমান একই নিয়মে দিতে হবে ।

অথবা,
Tab/Bolus Sulphamid-3 5gm (SK+F) Sulphon 5gm (Opsonin)/ Sulphadin 5gm (ACME)/ Sulph-3 5gm (Renata)/ 3-S Bolus (Navana) or Trisulfa 5gm (Novartis) বা Triplex-vet 5g (Square)

নিয়ম: উপরের যে কোন ১টি বোলাস মাঝারি প্রাণির (১০০-১৫০ কেজি দৈহিক ওজনের) জন‌্য দিনে ২ বার অর্থাৎ সকাল বিকাল মোট ২টি বোলাস মোট ৫-৭ দিন খাওয়াতে হবে ।

অথবা,
Tab/Bolus Dadin 5gm (Renata)/ Sulfasol 5gm (ACME) উপরের যে কোন ১টি বোলাস মাঝারি প্রাণির (১০০-১৫০ কেজি দৈহিক ওজনের) জন‌্য দিনে ২ বার অর্থাৎ সকাল বিকাল মোট ২টি বোলাস মোট ৫-৭ দিন খাওয়াতে হবে ।

অথবা,
দুধের গাভী ছাড়া অন‌্যান‌্য গরু যেমন মোটাতাজাকরণের গরু, হালের বলদ, এঁড়ে, বকনা, মহিষ হলে-
ইঞ্জেকশন বাইপেনভেট ৪০ লাভ ভালায় (Square)/ ইঞ্জেকশন প্রোনাপেন ভেট ৪০ লাখ (Inj. Pronapen vet 40 lac, (Renata) / Inj. Pronacillin 40 lac vial (Techno)/ Inj. Penbacillin 40 lac (ACI)/ Inj. Vetopen 40 lac (Opsonin)

নিয়ম: উপরের যে কোন একটি ইঞ্জেকশন প্রতি ১০০-২০০ কেজি ওজনের জন‌্য ১ ভায়াল ১০ মি.লি. লিটার পরিস্রুত পানির সঙ্গে মিশিয়ে দিনে ১ বার করে মোট ৪/৫ দিন করলে প্রাণি দ্রুত আরোগ‌্য লাভ করে।
প্রাণির ব‌্যথা কমানোর জন‌্য Inj. Kopvet 10, 100ml (Square)/ Inj. Keto-A vet 10, 30ml (ACME)/ Inj. Keto Aid Vet 10, 30, 50ml bottle (Popular) / Inj. Kynol vet 10, 30ml (SK+F)/ Inj. Renafen 5, 10ml (Renata)/ Inj. Ketoflam 10ml (Opsonin)/ Inj. Ketovet (Techno) যে কোন একটি মাঝারি প্রাণির জন‌্য ৮-১০ মি.লি. মাংসে দিনে একবার করে মোট ৩-৪ দিন দিতে হয় ।

অথবা,
ব‌্যথানাশক হিসেবে ব‌্যবহার করা নিম্নেবর্ণেত ঔষধ সমূহ- Inj. Fevinil 10ml (Renata)/ Inj. Tufnil vet 10ml (SK+F)/ Inj. Tolfa vet 30, 50, 100ml (Techno)/ Inj. Tolfamin 50ml (Gentry)

নিয়ম: উপরোক্ত যে কোন একটি ইঞ্জেকশন প্রতি ১০০ কেজির দৈহিক ওজনের জন‌্য ৫ মি.লি. পর পর ৩দিন দিতে হবে ।
জীবাণুনাশক পদার্থ P. P. M. বা Sodium-bi-Carbonate বা Alum/ Sol. F. M. D Cure (ACME) দ্বারা আক্রান্ত স্থান পরিস্কার করতে হবে ।

অথবা,
পায়ের ঘা কুসুম গরম পানি অথবা ০.০১% পটাসিয়াম পার-মাঙ্গানেট মিশ্রিত পানি দ্বারা ধুয়ে তা শুকনা ন‌্যাকনা দ্বারা মুছে উক্ত স্থানে Neguvon পাউডার/ Nugutox powder (Chemist) নারিকেল তেলের সঙ্গে লাগাতে হবে ।

অথবা,
সুমিড ভেট পাউডার (Sumid vet powder, Square) বা সুলিডভেট পাউডার (Sulid Vet powder, Globe) এতে পায়ের ঘা দ্রুত সেরে যাবে ।