ফুট রট (Foot Rot)

কারণ:

⮚ফুট রট ক্ষুরের মধ‌্যবর্তী স্থানের টিস‌্যুর প্রদাহজনিত একটি সংক্রামণ রোগ ।
⮚ Fusobacterium necrophorum ব‌্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হয়ে থাকে ।


লক্ষণ:

● পশু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাটবে ।
● দৈহিক তাপমাত্রা বৃদ্ধি ( ১০৩০-১০৪০ ফা: ) পায় ।
● ক্ষুদামন্দা দেখা দেয় ।
● দৈহিক ওজন হ্রাস পায় ।
● পশু একস্থান থেকে অন‌্য স্থানে সহজেই যেতে পারে না ।


রোগ নির্ণয়:

পায়ের করোনেটের ক্ষত পরীক্ষা করে এ রোগ শনাক্ত করা যায় ।


চিকিৎসা:

● প্রতি কেজি ওজনের জন‌্য / Inj. Streptomycin 75 mg মাংসপেশীতে দিতে হবে ।
● ক্ষতস্থানে এন্টিসেপ্টিক ঔষধ লাগাতে হবে ।
● প্রতি কেজি ওজনের জন‌্য / Inj. Sodium sulfadimidine 150-200 ml শিরা বা পেরিটোনিয়ামের মধ‌্যে পুশ করতে হবে ।
● ক্ষতস্থানে জীবাণুনাশক সলিউশন পরিষ্কার করতে হবে ।


প্রতিরোধ:

● এ রোগের হাত থেকে রক্ষা পাওয়ার জন‌্য খাদ‌্যে পরিমাণ মতো ক‌্যালসিয়াম, ম‌্যাগনেসিয়াম ও ফসফরাসের সরবরাহ নিশ্চিত করতে হবে ।
● পশুকে শুল্ক স্থানে রাখতে হবে ।
● ওজন বাড়ে এমন খাবার পরিহার করতে হবে ।
● খাদ‌্যে প্রোটিনের ভারসাম‌্য রক্ষা করতে হবে ।
● ভিটামিন এ, ডি এবং বায়োটিনের সরবরাহ নিশ্চিত করতে হবে ।