
গামবোরো রোগ
লক্ষণ
গামবোরো রোগে আক্রান্ত পোল্ট্রিতে নিম্নলিখিত লক্ষণ দেখা যায়। যথা- গামবোরো রোগে আক্রান্ত পোল্ট্রিতে ক্ষুধামন্দা, পালক উসকোখুশকো হওয়া, সাদা ও আঠালো পাতলা পায়খানা হওয়া যা মলদ্বারের চারদিকে লেগে থাকে, পানিশূন্যতা, শুকিয়ে যাওয়া, দুর্বলতা ইত্যাদি লক্ষণ দেখা যায়। ক্ষুধামন্দা। পালক উসকোখুশকো হয়ে যায়। সাদা রঙের শে−ষ্মাযুক্ত মল ত্যাগ করে, মলে রক্ত থাকতে পারে। এ মল মলদ্বারের চারপাশে আঠার মতো লেগে থাকতে পারে। প্রথমে শরীরের তাপমাত্রা বেড়ে যায় ও পরে তা স্বাভাবিকের চেয়ে নিচে নেমে আসে। পাতলা পায়খানা বা ডায়রিয়ার কারণে পানিশূন্যতা দেখা দেয়। পাখি ধীরে ধীরে শুকিয়ে যায় ও দুর্বল হয়ে পড়ে। শরীরের সতেজতা নষ্ট হয়। তীব্র রোগে পোল্ট্রির শরীরে কাঁপুনি হয় ও অবশেষে পোল্ট্রি মারা যায়। বেঁচে যাওয়া পাখির দৈহিক বৃদ্ধি বন্ধ হয়ে যায়। বাচ্চাগুলো একসঙ্গে ব্রডার বা ঘরের এককোণে জড়ো হয়ে থাকে।
চিকিৎসা
Rx
1. Enflox vet or Anorvet2. pow. Amprol vet or Esb330%