গ‌্যাংগ্রিনাস ওলানফোলা রোগ
(Gangrenous Mastitis)

কারণ:

গ‌্যাংগ্রিনাস ওলানফোলা রোগের মূল কারণ হলো- স্টাফাইলোকক্কাস অরিয়াস, কোলিস্ট্রেডিয়াম পারফেনজেন্স ই এবং ই . কলাই ইত‌্যাদি ।


লক্ষণ:

প্রাথমিক অবস্থায় অতি তীব্র ও তীব্র ওলান ফোলা রোগের লক্ষণ যেমন- অত‌্যাধিক ওলান প্রদাহ , লাল হয়ে যাওয়া , ওলান বড় হয়ে যাওয়া , ব‌্যথা থাকবে । পরবর্তীতে যেসব লক্ষণ দেখা দিবে তা হলো –
♦ বাঁটা দিয়ে মৃত টিস‌্যু বা কলা বের হওয়া ,
♦ ওলান থেকে রস বের হওয়া ,
♦ আক্রান্ত স্থান ঠান্ডা হয়ে যাওয়া ,
♦ আক্রান্ত স্থান নীল থেকে কাল বর্ণ ধারণ করবে ,
♦ ফোলা স্থান টিপলে পচপচ শব্দ করবে , রক্ত নালী নষ্ট হবে ,
♦ আক্রান্ত স্থানে ক্ষত এবং আলসারেশন দেখা যাবে ।


চিকিৎসা:

(১) ইঞ্জেকশন এসাইপিলিন ১ গ্রাম ( ACI )/ ইঞ্জেকশন এম কক্স ২.৫ গ্রাম ( Renata ) .

নিয়ম: যে কোন একটি ১-২ ভায়াল মাংসে উপর ৫-৭ দিন দিতে হবে ।

অথবা,
ইঞ্জেকশন রেনাসেফ ২ গ্রাম/ এসিসেফ গ্রাম ( ACI )/ ইঞ্জেকশন টাইজেটভেট ( ACME ) .

নিয়ম: যে কোন একটি ১ ভায়াল মাংসে দিতে হবে ৫-৭ দিন ।

অথবা,
Inj. Tifur vet 0.5gm, 1gm ( ACME )/ Inj. Ceftiren 0.5gm, 1gm ( Renata ) Sig. মাঝারী গাভীর জন‌্য ১ গ্রাম এবং বড় প্রাণির জন‌্য ২ গ্রাম মাংসপেশীতে দিনে একবার পর পর ৩-৫ দিন পুশ করতে হয় ।

(২) এন্টিহিস্টা গ্রুপের ঔষধ যেমন- ইঞ্জেকশন রেনাসিন ১০ মি.লি./ ইঞ্জেকশন হিস্টাসিন ১০, ১০০ মি.লি./ এলারভেট ১০, ১০০মি.লি. ( Popular )/ ইঞ্জেকশন ডিলারজেন ১০, ১০০ মি.লি.

নিয়ম: যে কোন ১০ মি.লি. মাংসপেশীতে ৫-৭ দিন দিতে হবে ।

(৩) এন্টিইনফ্লামেটরি গ্রুপের ঔষধ যেমন- ইঞ্জেকশন এ পেন ১০, ৩০ মি.লি. ( ACI )/ ইঞ্জেকশন কিটো-এ ১০, ৩০ মি.লি. ( ACME )/ ইঞ্জেকশন কোপ ভেট ১০, ৩০ মি.লি. নিয়ম: উপরের যে কোন একটি ইঞ্জেকশন ১০-১৫ মি.লি. মাংসে পর পর ৩-৫ বার পুশ করতে হবে ।

(৪) ভিটামিন জাতীয় ঔষধ যেমন- ইঞ্জেকশন রেনাসল এডিট ১০, ১০০ মি.লি. বোতন/ ইঞ্জেকশন ভিটা এডিই ১০, ১০০ মি.লি. / ইঞ্জেকশন এডিই ফোর্ট ১০, ১০০ মি.লি.

নিয়ম: যে কোন একটি ১০-২০ মি.লি. মাংসে ২-৩ দিন পর পর ৩টি ইঞ্জেকশন দিতে হবে ।

অথবা,
ইঞ্জেকশন ভিপেক্স ১০, ১০০ মি.লি./ ইঞ্জেকশন ভিটা ৫০ ১০, ১০০ মি.লি. নিয়ম: উপরের যে কোন একটি ১০-২০ মি.লি. ২-৩ দিন পর পর মাংসে দিতে হবে কমপক্ষে ৩টি ইঞ্জেকশন ।

(৫) ফ্লুয়িড থেরাপি হিসেবে যেমন- ইঞ্জেকশন অপসো সেলাইন ১০০০ মি.লি./ ইঞ্জেকশন গ্লুকোলিন ১০% ১০০০ মি.লি.

নিয়ম: উপরের যে কোন একটি প্রতিদিন কমপক্ষে ১০০০ মি.লি. শিরায় দিতে হবে ।

(৬) গাংগ্রিনাস ওলানফোলা রোগে যেসব টিস‌্যু খসে পড়ছে সেগুলোকে পরিষ্কার করতে হবে । মরা-পচা কলা কেটে ফেলতে হবে । যদি ওলান সম্পূর্ণরূপে শরীর থেকে আলাদা হয়ে যায়, সুস্থ অংশ এবং আক্রান্ত স্থানের সুস্পষ্ট লাইন থাকে তাহলে অপারেশন করে ওলান কেটে ফেলতে হবে ।