
তড়কা/এ্যানথ্রাক্স (Anthrax)
কারণ:
ব্যাসিলাস এ্যাসথ্রাসিস নামক এক ধরনের ব্যাকটেরিয়া দ্বারা এ রোগ হয় ।
লক্ষণ:
এ রোগে আক্রান্ত ছাগল লক্ষণ প্রকাশের আগেই অনেক সময় মারা যায় ।
● ছাগল টলতে টলতে পড়ে গিয়ে হাপাঁতে থাকে ।
● খিঁচুনি দেখা যায় এবং মারা যায় ।
● শরীরের তাপমাত্রা বেড়ে যায় ( ১০৩০-১০৭০ ফা: ) ।
● খাওয়া-দাওয়া বন্ধ করে দেয় ।
● জাবর কাটে না ।
● শ্বাস কষ্ট হয় ।
● নাক, মুখ দিয়ে লালা পড়ে ।
● পেট ফুলে উঠে ।
● রক্ত মিশ্রিত পায়খানা হয় ।
● রোগের তীব্রতা বৃদ্ধির সাথে সাথে মল কালো হতে হতে আলকাতরার মত হয়ে যায় ।
● মরা ছাগলের নাক ও মুখ দিয়ে রক্ত মিশ্রিত ফেনা বের হয় ।
রোগ প্রতিরোধ:
● মৃত ছাগলকে মাটিতে পুরিয়ে ফেলতে হবে বা মাটিতে গর্তে চুন বা ব্লিচিং পাউডার দিয়ে তার উপর মৃতদেহ রেখে মৃতদেহের উপর আবার চুন বা ব্লিচিং পাউডার দিয়ে মাটি চাপা
দিতে হবে ।
● কোন অবস্থাতেই মৃত ছাগলের চামড়া ছাড়ানো যাবে না । কারণ চামড়া এ রোগের জীবাণু বহন করে ।
● আক্রান্ত প্রাণি বা মৃতদেহ কোন অবস্থাতেই ব্যবচ্ছেদ করা যাবে না ।
● মৃত ছাগলের ব্যবহৃত সকল জিনিস পুড়ে ফেলতে হবে ।
● লক্ষণ প্রকাশ পাওয়ার সাথে সাথে আক্রান্ত প্রাণিকে পৃথক করে চিকিৎসা দিতে হবে ।
● অসুস্থ ছাগলকে বিঢি করা যাবে না ।
● অসুস্থ ছাগলকে এক স্থান হতে অন্য স্থানে চলাচল করানো যাবে না ।
● সুস্থ ছাগলকে নিয়মিত ( ১ বছর পর পর ) এন্যাথ্রাক্স রোগের টিকা প্রদান করতে হবে ।