ক্ষুরারোগ (Foot and Mouth Disease)

লক্ষণ:

● এ রোগে আক্রান্ত ছাগীর দুধ উৎপাদন কমে যায় ।
● গর্ভবর্তী ছাগীর গর্ভপাত হয় ।
● শরীরে কাঁপুনি দিয়ে জ্বর আসে ।
● মুখ হতে লালা ঝরে ।
● মুখের ভিতরের পর্দায়, জিহ্বায়, দাঁতের মাড়িতে, ক্ষুরের ফাঁকে এমনকি ওলানে ফোস্কা পড়ে ।
● মুখ ঘায়ের কারণে ছাগল খেতে পারে না, ফলে দুর্বল হয়ে পড়ে ।
● ক্ষুরে ঘা হওয়ায় খুঁড়িয়ে খুঁড়িয়ে হাটে ।
● আক্রান্ত ক্ষতে মাছি ডিম পাড়লে পোকা হতে পারে ।
● বাচ্চা ছাগলে এ রোগ হলে হার্ট আক্রান্ত হয়ে মারা যায় ।


চিকিৎসা:

ক্ষুরা রোগে আক্রান্ত ছাগলকে পৃথক করে সাপোর্টিভ চিকিৎসা প্রদান করতে হবে । কুসুম গরম পানিতে ফিটকিরি বা পটাসিয়াম পারম‌্যাঙ্গানেট গুলে মুখের ও পায়ের ঘা ভালভাবে পরিষ্কার করতে হবে । ছাগলের ঘর ২% আয়োসান বা অন‌্যান‌্য ডিসইনফেকট‌্যান্ট দ্বারা পরিষ্কার করতে হবে ।


রোগ প্রতিরোধ:

● এ রোগের লক্ষণ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসার ব‌্যবস্থা করতে হবে এবং সুস্থ প্রাণি থেকে পৃথক রাখতে হবে ।
● রোগাক্রান্ত ছাগলের মল মূত্র, বিছানা ও ব‌্যবহৃত উচ্ছিষ্ট খাদ‌্যদ্রব‌্য মাটিতে পুঁতে বা পুড়িয়ে ফেলতে হবে ।
● মৃত ছাগলকে গর্ত করে মাটিতে পুঁতে ফেলতে হবে ।
● অসুস্থ ছাগলকে স্থানান্তর করা যাবে না এবং বাজারে বিক্রি করা যাবে না ।