
ছাগলের প্লেগ রোগ (P P R)
কারণ:
Morbilli virus জনিত কারণে এ রোগ হয় ।
কিভাবে ছড়ায়:
রোগ জীবাণু সরাসরি সুস্থ প্রাণির সংস্পর্শে এসে ও অসুস্থ ছাগলের নাকের শ্লেষ্মার মাধ্যমে এ রোগ সুস্থ প্রাণিতে সংক্রমিত হয়ে রোগ সৃষ্টি করতে পারে ।
লক্ষণ:
● আক্রান্ত ছাগলের শারীরিক তাপমাত্রা বৃদ্ধি পায় ।
● খাবারে অরুচি হয় ।
● নাক দিয়ে প্রচুর তরল পদার্থ নির্গত হয় এবং নাসারন্ধ্রে সর্দি লেগে থাকে ।
● ছাগলের পায়খানা গুটি হয়ে থাকে তবে এ রোগে আক্রান্ত হলে পায়খানা প্রথমে গরুর পায়খানার ন্যায় হয় এবং পরবর্তীতে চরম ডায়রিয়া হয় ।
● গর্ভবর্তী ছাগলের গর্ভপাত হয় ।
● শ্বাস কষ্ট দেখা যায় এবং কাঁশি হয় ।
● চোখ একটু লাল দেখায় ।
● নিউমোনিয়ার লক্ষণ পাওয়া যায় ।
● পানি ছাড়া কিছুই খায় না ।
● মুখের চার দিকে ও দাঁতের গোড়ায় ক্ষত সৃষ্টি হয় ।
● ছাগল কয়েক দিনের মধ্যে মারা যায় ।
● বেঁচে থাকলে ছাগল অনেক দিন নিউমোনিয়া রোগে ভুগে ।
রোগ নির্ণয়:
১। পালের অনেক ছাগল আক্রান্ত হওয়ার ইতিহাস জেনে এ রোগ নির্ণয় করা যায় ।
২। বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ যেমন- জ্বর ও নাক, চোখ দিয়ে প্রচুর পদার্থ নির্গত হওয়া, পাতলা পায়খানা
ও শ্বাস-প্রশ্বাসে কষ্ট ইত্যাদি দেখে এ রোগ নির্ণয় করা যায় ।
চিকিৎসা:
এ রোগটির কারণ ভাইরাস হওয়ায় সুনির্দিষ্ট কোন চিকিৎসা নেই । তবে, এ রোগে আক্রান্ত হওয়ায
সঙ্গে সঙ্গে নিম্নে বর্ণিত চিকিৎসা দিলে ভাল ফল পাওয়া যায় ।
Rx
(১) ইঞ্জেকশন ডায়াডিন ৩০ মি.লি. ( Renata ) / ইঞ্জেকশন স্যালিডন ২৫ মি.লি ( ACI ) / ইঞ্জেকশন ডিমিডিন ৩০ মি.লি. ( Techno ) / ইঞ্জেকশন এস. এমপি- ২৫ ( Advance ) ২০ মি. লি. ইঞ্জেকশন সালফাসল ৩০ মি.লি. ( ACME ) অথবা এস. এম. পি-২৫ ( Advanec )নিয়ম: যে কোন একটি ২০-২৫ কেজি দৈহিক ওজনের জন্য ১০-১২ মি.লি. করে শিরায় বা মাংসে দিনে একবার করে মোট ৫-৭ দিন দিলে অনেক ছাগল সুস্থ হয়ে উঠে ।
অথবা,
অক্সিট্রেটাসাইক্লিন গ্রুপের ঔষধ যেমন- Renamycin injection 10ml ( Renata ) বা Technom- ycin ১০ মি.লি. ( Techno ) বা ইঞ্জেকশন ট্রেটাভেট ( ACME ) বা অক্সিটেট ( ACI ) বা ইঞ্জেকশন অক্সিভেট ১০ মি.লি. ( Globe )/ Inj. Otetravet 10ml ( Square )
প্রয়োগ: যে কোন ১টি ঔষধ ২.৫-৩.০ মি.লি. সম পরিমান বিশুদ্ধ পানির সঙ্গে মিশিয়ে মাংসপেশীতে পর পর ৬-৭ দিন দিলে ছাগল দ্রুত সেরে উঠে ।
(২) ইঞ্জেকশন এন্টিহিস্টামিন গ্রুপের যে কোন একটি ঔষধ যেমন- Inj. Astrovet ( ACME ) বা Inj. Histavet ( ACI )/ Inj. Antihistavet ( Square ) ২ মি.লি. করে মাংসে পর পর ৫-৭ দিন দিতে হয় ।
(৩) ডায়রিয়ার জন্য ট্যাব. Sulfa-plus 5.0 gm bolus ( Renata )/ Strepto plus 5. Gm ( Navana )/ Tab. Streptosulfa 5.0 gm ( Elanco ) বা Tab. Sulphadin-S 5.0 gm ( ACME )
নিয়ম: যে কোন একটি ৫ গ্রামের ট্যাব এর বড় ছাগলকে একটির হাফ করে দিনে ২ বার মোট ৪-৫ দিন খাওয়াতে হবে ।
(৪) পাতলা পায়খানার কারণে ছাগল যাতে ডি-হাইড্রেট ও দুর্বল না হয় তার জন্য স্যালাইন যেমন- ওরালাইট ২০ গ্রাম ( অপসোনিন )/ Dexolite ( Navana ) Elyte 20 gm ( Orbitec ) 20 gm or Glucolyle 20 gm ( ACME ) or Stresskill ( Square )/ Pow. Oralyte 25 gm ( Opsonin ) দেয়া যেতে পারে ।
নিয়ম: যে কোন একটি স্যালাইন এক গ্রাম ১ লিটার পানির সঙ্গে মিশিয়ে ছাগলকে বার বার খাওয়াতে হবে ।
রোগ প্রতিরোধ:
(ক) রোগ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং সুস্থ প্রাণি হতে আলাদা
করে রাখা দরকার ।
(খ) ছাগল চরানো / ছাড়া নিষিদ্ধ করতে হবে ।
(গ) সুস্থ ছাগলকে P P R Vaccine ১ মি.লি. করে চামড়ার নিচে বছরে একবার করে দিয়ে এ রোগ
প্রতিরোধ করা যায় ।