
ছাগলের বসন্ত/ গোট পক্স (Goat Pox)
কারণ:
গোট পক্স ( Goat Pox ) ভাইরাস এ রোগের জন্য দায়ী ।
লক্ষণ:
● শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায় ।
● ক্ষুদামন্দা হয় ।
● শরীর জ্বালা-পোড়া করে ।
● নাক ও চোখ দিয়ে শ্রাব যায় ।
● ত্বকে বা শ্লেমা ঝিল্লিতে যেমন: লেজের গোড়ায়, ওলানে, নাকের ছিদ্রে গুটি বের হয় ।
● গুটি পেকে ক্ষত হয় ।
● এসব ক্ষতের উপর মামড়ি পড়ে ।
● এসব মামড়ি শুকিয়ে ঝরে পড়ে যাওয়ার ফলে ত্বকে বসন্তের দাগ পড়ে ।
● এ রোগে ভুগে ছাগল মারা যায় ।
রোগ নির্ণয়:
উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ও রোগের ইতিহাস জেনে এ রোগ নির্ণয় করা যায় ।
চিকিৎসা:
Rx
(১) এ রোগের লক্ষণ দেখার সাথে সাথে দ্রুত ব্যবস্থা হিসেবে আক্রান্ত স্থান ০.০১% পটাসিয়াম পার ম্যাঙ্গানেট সলুশন দ্বারা ধুয়ে দিতে হবে ।(২) যে কোন একটি এন্টিবায়োটিক যেমন- Inj. Vetopen 40 lac ( Opsonin ) / Inj. Combipen vet 40 lac ( ACME )/ Inj. Pronapen 40 lac ( Renata )/ Inj. Penbacillin 40 lac ( ACI ) প্রয়োগ করতে হবে ।
নিয়ম: মাঝারী ধরনের একটি ছাগলকে ১০ লাখ করে মাংসপেশীতে দিনে একবার করে মোট ৫ দিন ব্যবহার করতে হবে ।
(৩) যে কোন একটি এন্টিহিস্টামিন জাতীয় ঔষধ যেমন : Inj. Antihistavet 10ml ( Square )/ Inj. Niravet 10ml ( Opsonin )/ Inj. Histavet 10ml ( ACI )/ Inj. Asta Vet 10ml ( ACME ) / Inj. Histacin 10ml ( Jason )
প্রয়োগ:
উপরের যে কোন একটি ঔষধ ২-২.৫ মি.লি. করে মাংসে পর পর ৪-৫ দিন প্রয়োগ করতে হবে ।
প্রতিরোধ:
এ রোগের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ছাগলকে নিয়মিত গোট পক্স ভ্যাকসিন দিতে হবে ।