সালমোনেলোসিস/ডায়রিয়া (Salmonellosis)

কারণ:

Salmonella SP নামক ব‌্যাকটেরিয়ার বিভিন্ন প্রজাতি দ্বারা এ রোগ সংক্রমিত হয় ।


লক্ষণ:

● উচ্চ তাপমাত্রাসহ খুব হলুদ বা রক্ত মিশ্রিত পাতলা পায়খানা হয় ।
● পায়খানা দুর্গন্ধযুক্ত হয় ।
● প্রাণি ক্ষুধামন্দা ও দুর্বলতা ও ডি-হাইড্রেশন পরিলক্ষিত হয় ।
● দেহের বিভিন্ন স্থানের অস্থিসন্ধি ফুলে যায় এবং ভীষণ ব‌্যথা হয় ।
● শ্বাসকষ্ট এবং হাঁপানী রোগীর মতো করে প্রাণি শ্বাস নেয় ।


রোগ নির্ণয়:

⮚ বৈশিষ্ট‌্যপূর্ণ রোগের লক্ষণ ও ইতিহাস জেনে এ রোগ নির্ণয় করা যায় ।
⮚ ল‌্যাবরেটরীতে প্রাণির মল পরীক্ষা করে এ রোগ নির্ণয় করা যায় ।


চিকিৎসা:

সালমোনেলোসিস রোগে আক্রান্ত হয়ে ছাগল/ভেড়াকে চিকিৎসা দেওয়ার সময় থাকে না, তবে এন্টিবায়োটিক জাতীয় ইঞ্জেকশন দিলে ভালো ফল পাওয়া যায় ।