
ল্যাকটেশন টিটানি (Grass tetany)
কারণ:
খাদ্যে ম্যাগনেসিয়ামের পরিমাণে কমে গেলে এ রোগের লক্ষণ প্রকাশ করা যায় ।
লক্ষণ:
♦ প্রাণির চলন ভঙ্গি টালমটাল দেখা যায় ।
♦ প্রাণি মাটিতে শুয়ে পড়ে ।
♦ মুখমন্ডলের পেশীর কম্পন, মুখ চেপে থাকে মুখে ফেনা হয় ।
♦ কান খাড়া করে মাথা ঘাড় খিঁচতে থাকে এবং এতে শ্বাসকষ্ট ও কিছুটা শরীরের তাপমাত্রা বেড়ে যায় ।
♦ কিছুক্ষণ পরে প্রাণি আবার সুস্থ হয়ে দাঁড়িয়ে যায় । এ রকম লক্ষণ দিনে ৩ বা ৪ বার অথবা মাঝে মধ্যে লক্ষণ দেখা যায় এবং মাটিতে পড়ে যায় ও খিঁচুনী হয় ।
♦ বাছুরের এ রোগে আক্রান্ত হলে হাঁটার ব্যালেন্স পায় না মুয়ে উঠতে পারে না ।
♦ এছাড়া বাছুর গরুর স্নায়ুবিক উপসর্গ দেখা যায় ।
রোগ নির্ণয়:
বৈশিষ্ট্যপূর্ণ উপসর্গ ও গরুর ইতিহাস জেনে এ রোগ নির্ণয় করা যায় ।
চিকিৎসা:
Rx
বড় গরুর জন্য-ইঞ্জেকশন ক্যাল-ডি-মাফ /কোফা ক্যালসিয়াম /মাইফেনিল ভেট /ম্যাজিক্যাল- ২৮, ২০০ মি.- লি. * 1 bottle
নিয়ম: ১০০-২০০ মি.লি একবারে শিরায় প্রয়োগ করতে হয় ।
দুধের বাছুর: ২০-২৫ মি.লি. শিরায় আস্তে আস্তে ৫-৭ দিন পর পর ৩ বা ৪ টি ইঞ্জেকশন দিলে ভাল সুফল পাওয়া যায় ।
• এছাড়া Mag. Sulphate solution দিয়ে চিকিৎসায় সুফল পাওয়া যায় । বড় গরুর জন্য 0.44mg/kg হিসেবে শিরায় ইঞ্জেকশন দিলে ভাল সুফল পাওয়া যায় ।
প্রতিরোধ:
(ক) ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাদ্য খাওয়াতে হবে ।
(খ) ৬০ গ্রাম করে ম্যাগনেশিয়াম গরুকে প্রতিদিন খাদ্যের সাথে খাওয়াতে হবে ।
(গ) চারণভুমিত খেসারী জাতীয় আবাদ করতে হবে ।