গলাফুলা রোগ
(Haemorrhagic Septicemia/HS)

গলাফুলা রোগের ( Haemorrhagic Septicemia/HS ) কারণ:

পাসচুরেল মান্টোসিডা ( Pasteurella mutocida ) নামক ব‌্যকটেরিয়া এ রোগের কারণ ।


গলাফুলা রোগের ( Haemorrhagic Septicemia/HS ) লক্ষণসমূহ:

অতি তীব্র প্রকৃতির হলে-
♦ হঠাৎ করে প্রাণির জ্বর আসে, তাপমাত্রা (১০৫০-১০৭০ ফা:) বেড়ে যায় ।
♦ ক্ষুদামন্দা হয় ।
♦ নাক, মুখ দিয়ে লালা ঝরে ও ২৪ ঘন্টার মধ‌্যে প্রাণি মারা যায় ।
তীব্র প্রকৃতির হলে-
♦ প্রথমে গলার নিচে , পরে চোয়াল, বুক পেট ও কানের অংশ ফুলে যায় ।
♦ শ্বাস নিতে কষ্ট হয় গলা বাড়িয়ে মুখ দিয়ে শ্বাস নেয় ।
♦ মাথা ও গলা ফুলে যাওয়ায় প্রাণির ম্বাস কষ্ট হয় এবং ঘড় ঘড় শব্দ করে নিশ্বাস নেয় ।
♦ মাথা, গলা বা গলকম্বল ফুলে যায় অর্থাৎ ইডিমা দেখা যায় ।
♦ খাওয়া দাওয়া বন্ধ করে দেয় ।
♦ তীব্র প্রকৃতির রোগে প্রাণি ২৪-৪৮ ঘন্টার মধ‌্যে মারা যায় ।
♦ এ রোগে ডায়রিয়া হতে পারে ।


রোগ নির্ণয়:

১। হঠাৎ আবহাওয়া পরিবর্তন এবং বর্ষার ঋতুতে প্রাণিকে একটানা পরিশ্রম করানোর ইতিহাস ।
২। বৈশিষ্ট‌্যপূর্ণ উপসর্গ দেখে এ রোগ নির্ণয় করা হয় ।


চিকিৎসা

Rx

(১) সালফার গ্রুপের ঔষধ যেমন- ইঞ্জেকশন স‌্যালিডন ২৫ মি.লি. (ACI)/ ইঞ্জেকশন ডায়াডিন ৩০ মি.লি. , ১০০ মি.লি. (Renata) অথবা ডিমিডিন ইঞ্জেকশন ৩০ মি.লি./১০০ মি.লি. (Techno) বা ইঞ্জেকশন সালফাসল ভেট ৩০, ১০০ মি.লি. (ACME) বা ইঞ্জেকশন ডিমিভেট ৩০ মি.লি. , ১০০ মি.লি. (Square) .

নিয়ম: যে কোন ১টি ঔষধ ১০০-১৫০ কেজি বড় প্রাণির জন‌্য প্রথম বার ৪০-৫০ মি.লি শিরায় বা মাংসে দিতে হবে । পরের দিন থেকে ৩০ মি.লি. করে শিরায়/মাংসে পর পর আরও ৪/৫ দিন দিতে হবে ।

অথবা,
এমপিসিন-ভেট ইঞ্জেকশন ২ গ্রাম (Square)/ এসাইপিলিন-ভেট ইঞ্জেকশন ২ গ্রাম ( ACI )/ মক্সসিলিন ভেট ইঞ্জেকশন ১০ মি.লি. , ১০০ মি.লি./ ইঞ্জেকশন এমকক্স ভেট ২.৫ গ্রাম ।

অথবা,
অক্সিটেটাসাইক্লিন গ্রুপের ঔষধ যেমন: ইঞ্জেকশন রেনামাইন ১০ মি.লি. ( Renata ) বা ইঞ্জেকশন ওটেট্রাভেট ১০ মি.লি. ( Square ) অথবা ইঞ্জেকশন অক্সিটেট ১০ মি.লি. (এ‌্যাডভান্স), ইঞ্জেকশন অক্সিটেট ১০ মি.লি. ( ACI ), ইঞ্জেকশন টেকনোমাইসিন ১০ মি.লি. ( Techno ) ।

নিয়ম: উপরের যে কোন একটি ঔষধ ১০০-১৫০ ওজনের প্রাণির জন‌্য ১০-১৫ মি.লি. মাংসপেশীতে পর পর ৩-৪ দিন দিতে হবে ।

(২) এন্টিহিষ্টামিনিক যেমন- Inj. Astavet 10 ml ( ACME ) / Inj. Anithistavet ( Square )/ Inj. Histavet ১০ মি.লি. ( ACI ), Inj. Histanol 10ml ( Chemist ) ।

নিয়ম: যে কোন একটি ইঞ্জেকশন বড় বা মাঝারি প্রাণির জন‌্য ৫-১০ মি.লি. মাংসপেশীতে পর পর ৫-৭ দিন দিতে হবে ।

(৩) রকিন পাউডার / Mag. sulphate / খাদ‌্য লবন ২০০ গ্রাম ।

নিয়ম: ফোলা স্থানে কুসুম গরম পানির মধ‌্যে উপরোক্ত যে যে কোন একটি দিয়ে দিনে ৪-৬ বার শেক দিতে হবে ।

(৪) ব‌্যথানাশক ঔষধ যেমন- Inj. Melvet plus- ( ACME )/ Inj. Melovet ( Techno ) প্রতি ১০০ কেজি দৈহিক ওজনের জন‌্য ২-৩ মি.লি. চামড়ার নিচে পর পর ২-৩ দিন ।