
গলাফুলা রোগ
(Haemorrhagic Septicemia/HS)
গলাফুলা রোগের ( Haemorrhagic Septicemia/HS ) কারণ:
পাসচুরেল মান্টোসিডা ( Pasteurella mutocida ) নামক ব্যকটেরিয়া এ রোগের কারণ ।
গলাফুলা রোগের ( Haemorrhagic Septicemia/HS ) লক্ষণসমূহ:
অতি তীব্র প্রকৃতির হলে-
♦ হঠাৎ করে প্রাণির জ্বর আসে, তাপমাত্রা (১০৫০-১০৭০ ফা:) বেড়ে যায় ।
♦ ক্ষুদামন্দা হয় ।
♦ নাক, মুখ দিয়ে লালা ঝরে ও ২৪ ঘন্টার মধ্যে প্রাণি মারা যায় ।
তীব্র প্রকৃতির হলে-
♦ প্রথমে গলার নিচে , পরে চোয়াল, বুক পেট ও কানের অংশ ফুলে যায় ।
♦ শ্বাস নিতে কষ্ট হয় গলা বাড়িয়ে মুখ দিয়ে শ্বাস নেয় ।
♦ মাথা ও গলা ফুলে যাওয়ায় প্রাণির ম্বাস কষ্ট হয় এবং ঘড় ঘড় শব্দ করে নিশ্বাস নেয় ।
♦ মাথা, গলা বা গলকম্বল ফুলে যায় অর্থাৎ ইডিমা দেখা যায় ।
♦ খাওয়া দাওয়া বন্ধ করে দেয় ।
♦ তীব্র প্রকৃতির রোগে প্রাণি ২৪-৪৮ ঘন্টার মধ্যে মারা যায় ।
♦ এ রোগে ডায়রিয়া হতে পারে ।
রোগ নির্ণয়:
১। হঠাৎ আবহাওয়া পরিবর্তন এবং বর্ষার ঋতুতে প্রাণিকে একটানা পরিশ্রম করানোর ইতিহাস ।
২। বৈশিষ্ট্যপূর্ণ উপসর্গ দেখে এ রোগ নির্ণয় করা হয় ।