মারেক’স রোগ (Marek’s Disease)

লক্ষণ

রোগের লক্ষণ অবশতা মারেক’স রোগের প্রধান বৈশিষ্ট্য। পাখির জাত, বয়স ও ভাইরাসের স্ট্রেইনের ওপর লক্ষণ নির্ভরশীল। অবশতা এ রোগের প্রধান বৈশিষ্ট্য। আক্রান্ত পাখির জাত, বয়স ও ভাইরাসের স্ট্রেইনের ওপর এ রোগের লক্ষণ নির্ভর করে। সাধারণভাবে নিম্নলিখিত লক্ষণ দেখা যায়। যেমন- প্রান্তীয় স্নায়ু আক্রান্তের ফলে এক পা, এক ডানা বা দুই পা, দুই ডানা অবশ হয়ে ঝুলে পড়ে। ঘাড়ের মাংসপেশি আক্রান্ত হলে মাথা নিচের দিকে ঝুলে পড়ে। আইরিস বা চোখের উপতারা আক্রান্ত হলে পাখিতে অন্ধত্ব দেখা দেয়। দীর্ঘস্থায়ী প্রকৃতির হলে- ক্ষুধামন্দা দেখা যায়। ফ্যাকাশে দেখায়। পাতলা পায়খানা হয়। ডিম উৎপাদন কমে যায়। পাখি খোঁড়ায় ও পা, ডানা ইত্যাদি অবশ হয়ে যায়। হা করে নিঃশ্বাস নেয়। অনাহার ও পানিশূন্যতার কারণে পাখি মারা যায়।

চিকিৎসা

এ রোগের কোন চিকিৎসা নেই