
বসন্ত / পক্স রোগ
কারণ:
Poxvirus নামক ভাইরাস দ্বারা এ রোগের সংক্রমণ হয়ে থাকে ।
লক্ষণ:
● কবুতরের পা, ঠোঁট, চোখ, পায়ুপথ অর্থাৎ যেখানে পালক নেই এমন স্থানে গুটি গুটি হয় ।
● এ গুটি প্রথমে সাদা ও পরে হলুদ বর্ণের হয়ে থাকে ।
● পাখির ক্ষুদামন্দা হয় ।
● শ্বাসকষ্ট হয় ।
● কবুতর ঝিঁমাতে থাকে ।
রোগ নির্ণয়:
⮚রোগের ইতিহাস এবং বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ দেখে এ রোগ খুব সহজেই নির্ণয় করা যায় ।
রোগ ছড়ানোর মাধ্যম:
♦বসন্ত/পক্স একটি ভাইরাসজনিত রোগ । এ রোগ সাধারণত মশা/মাছির প্রকোপে ছড়ায় । মশা/মাছির প্রকোপ বৃদ্ধি পেয়ে এ রোগ দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে পড়ে ।
চিকিৎসা:
Rx
(১) Sulprim-Vet 60ml ( Square ) / Eskatrim ( SK+F ) 100ml bottle .নিয়ম: ১.০ গ্রাম / ১-২ লিটার পানিতে মিশিয়ে ৩-৫ দিন খাওয়াতে হবে ।
অথবা,
Inj. Diadin ( Renata ) 30ml * 1 vial .
নিয়ম: ৩-৭ মি. লি. / প্রতি লিটার পানিতে মিশিয়ে পর পর ৫-৭ দিন খাওয়াতে হবে ।
(২) FRA® C-12 ( ACI ) 100ml bottle .
নিয়ম: ১ মি. লি. / ১-২ লিটার পানিতে মিশিয়ে ৭-১০ দিন খাওয়াতে হবে ।
(৩) 0.01% Potassium permanganate solution .
নিয়ম: ক্ষত স্থানে উপরোক্ত ঔষুধ দিয়ে দিনে ৩ বার করে ধুয়ে পরিষ্কার করে দিতে হবে ।
নিয়ম: কবুতরের চোখের ১ ড্রপ করে দিনে ৩-৪ বার করে মোট ৭ দিন দিতে হবে ।
রোগ-প্রতিরোধ:
(ক) কবুতরের বসন্ত/পক্সের লক্ষণ দেখা দিলে আক্রান্ত কবুতরকে অন্য কবুতর থেকে আলাদা
করে ফেলতে হবে ।
(খ) কবুতরের বাসা/খামার সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে ।
(গ) এ রোগ মশাবাহিত হওয়ায় মশার প্রকোপ বৃদ্ধি রোধের ব্যবস্থা নিতে হবে ।
(ঘ) কবুতরের খাঁচায় কয়েল বা মশারি ব্যবহার করতে হবে যাতে কবুতরকে মশার কামড়ের থেকে
রক্ষা করা যায় ।
(ঙ) দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং প্রয়োজনীয় ঔষুধ খাওয়াতে হবে ।