নিউমোনিয়া (Pnumonia)

কারণ:

জাতীয় ব‌্যাকটেরিয়া দ্বারা এ রোগ হয়ে থাকে । তাছাড়া ভাইরাস ও মাইকোপ্লাজমা দ্বারাও এ রোগ হতে পারে ।


লক্ষণ:

● আক্রান্ত বাচ্চায় অবসন্নতা লক্ষ‌্য করা যায় ।
● প্রচন্ড জ্বর আসে ।
● শ্বাস-কষ্ট, সর্দিকাশি হয় ।
● বাচ্চা হঠাৎ মারা যেতে পারে ।


চিকিৎসা:

Rx

(১) Inj. Paxxcel 0.5 gm/ Inj. Xnel 0.5 gm/ Inj. Ceftiren ( vet ) 0.5 gm * 5 vials .

নিয়ম: ১ ভায়াল ৫ মি. লি. বিশুদ্ধ পানির সঙ্গে মিশিয়ে ৫ দিন রানের বা ঘাড়ের মাংসে দিতে হবে ।

(২) Inj. Astavet/ Niravet 10 ml/ Antihistavet 10 ml * 1 vials . নিয়ম: ২ মি. লি. মাংসে পর পর ৫ দিন দিতে হবে ।


প্রতিরোধ:

⮚ আক্রান্ত ছাগল/ভেড়াকে সালফার জাতীয় ঔষধ বা উচ্চ ক্ষমতা সম্পন্ন এন্টিবায়োটিকের সাথে এন্টিহিসটামিন ইঞ্জেকশন দিতে হবে ।
⮚ খামার পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে ।
⮚ স্বাস্থ‌্যসম্মত আবাসন এবং অবাধ বায়ু চলাচল নিশ্চিত করতে হবে ।