পেট ফাঁপা (Bloat/Tympany)

কারণ:

প্রাণিকে শুধুমাত্র লেগুমিনাস বা সবুজ লতা/ দানাদার খাদ‌্য খাওয়ালে অধিক গ‌্যাস সৃষ্টির ফলে এ রোগ হয় ।


লক্ষণ:

♦ হঠাৎ করে প্রাণির বাম পেট ফুলে যায় ।
♦ আক্রান্ত প্রাণি চুপচাপ দাঁড়িয়ে থাকে ।
♦ জাবর কাটা বন্ধ করে মাড়ি আটকে থাকে ।
♦ প্রাণির শ্বাসকষ্ট হয় ।
♦ প্রসাব পায়খানা বন্ধ করে দেয় ।
♦ শরীরের তাপমাত্রা স্বাভাবিক থাকে ।
♦ প্রাণি অবশেষে পেট ফেঁপে শ্বাস বন্ধ হয়ে মারা যায় ।


রোগ নির্ণয়:

১. বৈশিষ্ট‌্যপূর্ণ লক্ষণ ও রোগের ইতিহাস এবং এসব লক্ষ‌্য করে এ রোগ নির্ণয় করা যায় ।
২. পেটে বাম পার্শ্বে প‌্যারলম্বার ফোসায় হাতের আঙ্গুল দিয়ে আঘাত করলে ঠপঠপ শব্দ শুনে এ রোগ নির্ণয় করা যায় ।


চিকিৎসা:

Rx

বড় গরুর জন‌্য-
(১) Sol. Zero Bloat 100ml ( Renata )/ Sol. Bloat stop 100ml ( ACME )/ Sol. No Bloat 100ml ( Square )/ Sol. Bloat free ( Albion )

নিয়ম: উপরোক্ত যে কোন একটি ১০০ মি.লি. ঔষধের বোতল সমপরিমান কুসুম গরম পানির সঙ্গে মিশিয়ে একবারে খাওয়াতে হবে এতে প্রাণির আধ/ ১ ঘন্টার মধ‌্যে পেটে গ‌্যাস তৈরি বন্ধ হবে ।

অথবা,
গ‌্যাসনাশক ঔষধ যেমন- ৩০ মি.লি. তারপিন তৈল ১ পোয়া পানির সঙ্গে মিশিয়ে খাইয়ে দিতে হবে ।

অথবা,
১ ছটাক আদা বেটে তাতে ১ তোলা লবণ দিয়ে প্রাণিকে খাইয়ে দিলে তাড়াতাড়ি প্রসাব হয় এবং গ‌্যাস কমে যায় ।

অথবা,
৫০০-১০০০ মি.লি. তিসির তৈল একবারে খাওয়ালে প্রাণি দ্রুত আরোগ‌্য লাভ করে । (২) প্রথমে কোন ১ টি সালফার গ্রুপের ঔষধ দিলে ভাল সুফল পাওয়া যায় যেমন- Inj. Salidon ( ACI ) Inj. Sulfasol 30ml ( ACME ) অথবা Dimidin 30 ml ( Techno ) ১০০-১৫০ কেজি ওজনের প্রাণির জন‌্য দিনে একবার শিরায় বা মাংসে পর পর ৩-৪ দিন দিলে প্রাণির পুণরায় পেটে গ‌্যাস হওয়ার সম্ভাবনা থাকে না ।

(৩) পেটে তীব্র গ‌্যাস জমা হলে বাম পার্শ্বের পারালাম্বার ফোসায় অথবা ফোলা স্থানে মোটা নিডিল দিয়ে গ‌্যাস বের করে দিতে হবে অথবা ট্রকার এন্ড ক‌্যানুলা দ্বারা পেট থেকে গ‌্যাস বের করে দিতে হবে ।

(৪) Inj. Sodip ( Jayson ), Inj. Sodi-bi-care ( Opsosaline ) উপরোক্ত যেকোন একটি ইঞ্জেকশন ১০০ কেজি দৈহিক ওজনের প্রাণির জন‌্য ৮০-১০০ মি.লি. গলার শিরায় দিতে হবে ।



প্রতিরোধ:

ক) প্রাণিকে পচা, বাসি, ছাতাপড়া খাদ‌্য না খাইয়ে এ রোগ প্রতিরোধ করা যায় ।
(খ) অধিক পরিমানে অথবা স‌্যাঁতস‌্যাঁতে ঘাস না খাওয়ানোর মাধ‌্যমে এ রোগ প্রতিরোধ করা যায় ।